About
Prachin Store

Our Story

Prachin Store

আমাদের একটি ভূল ধারনা আমার দেশের উৎপাদিত পণ্যের মান ভালো হয় না কিন্তু আমাদের দেশীয় ক্ষুদ্র উদ্দোক্তারা বিশ্ব মানের পণ্য উৎপাদন করছেন এবং তা বহিরবিশ্বে রপ্তানীও করছেন। 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সব ব্যাবসায়ই ক্ষতির সম্মুখীন হয়েছে, বিশেষ করে রপ্তানি নির্ভর ব্যবসা। এরকম একটা পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজার নিয়েও কাজ করতে হবে।  আমাদের স্বাবলম্বি হতে হবে। স্বাবলম্বি হতে হবে আমাদের প্রয়োজনীয় পন্য উৎপাদনে এবং উৎপাদিত পণ্যের স্থানীয় বাজার সৃষ্টি করতে।

প্রাচীন স্টোর চেষ্টা করছে আমাদের দেশের খুদ্র, মাঝারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্থানীয় চাহিদা ও বাজার সৃষ্টি করতে আমাদের উদ্যোক্তাদের মানসম্মত পণ্যগুলো সবার সামনে তুলে ধরতে। 

A-12-Docking-Station
Lamp Shades-L-16

সবার কাছে আমাদের উদার্ত আহবান

তাই সবার কাছে আমাদের উদার্ত আহবান আসুন আমারা দেশী পণ্য ক্রয় করি, দেশীয় ক্ষুদ্র উদ্দোক্তাদের পন্য ব্যাবহার করি, আমার দেশে অর্থনীতিকে সচল রাখতে যে যার আবস্থান থেকে ভুমিকা রাখি। আমাদের দেশে খুদ্র, মাঝারী ও কুটির শিল্প মিলিয়ে প্রায় ৮০ লক্ষ উদ্দোক্তা রয়েছেন যাদের প্রতিষ্ঠানে কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে, সেই মানুষগুলোর ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনার ক্ষুদ্র একটি প্রয়াসে।  

আমাদের এই পেইজের মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের দেশের খুদ্র, মাঝারী ও কুটির শিল্প প্রতিষ্ঠান সমূহের উৎপাদিত মানসম্মত পণ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে।

I started this business to promote eco-friendly products
KM Mahmudul Hasan
Entrepreneur